ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৪৭

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২০ ১ অক্টোবর ২০২২  


নারী এশিয়া কাপে জয় দিয়ে আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে জাহানারারা।


শনিবার টস হেরে বোলিংয়ে নেমে রুমানা-সোহেলীর বোলিং তাণ্ডবে ১৯.৪ ওভারে মাত্র ৮২ রানেই অলআউট হয় থাইল্যান্ডের নারীরা।

জবাবে ১১.৪ ওভার খেলেই জিতে যায় বাংলাদশ। এক রানের জন্য অর্ধশতক করতে পারেননি শামিমা। ৩০ বলে ৪৯ রানে আউট হন। আর ফারজানা অপরাজিত থাকেন ২৬ রানে। থাইল্যান্ডের হয়ে একমাত্র সাফল্য পান পুত্থাওয়াং।  

 প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন থাইল্যান্ড অধিনায়ক চাইওয়াই।  বাংলাদেশের নারীদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ডের নারীরা। ওপেনিং জুটি থেকে আসে মাত্র ১৩ রান। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। থাইল্যান্ডের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেন মায়া। এ ছাড়া নাত্থাকান চান্থাম ৩৮ বলে ২০ রান করেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পেয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সানজিদা এবং সোহেলী। 

জবাবে বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক এবং শামীমা সুলতানা। থাইল্যান্ডের বোলারদের বল অনায়াসেই খেলতে থাকেন তারা। তবে দলীয় ৬৯ রানে ওপেনিং জুটি ভাঙেন পুত্থাওয়াং। শামীমাকে বোল্ড করেন।  এরপর  কোনো বিপদ আসেনি বাংলাদেশ শিবিরে।  

 ২০১৮ সালের পর দেশের মাটিতে খেলছে নিগার সুলতানার দল। চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে মিশন শিরোপা ধরে রাখা। সাত দেশের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে।  গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার সেরা চার দল সেমিফাইনালে উঠবে। 
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর